মুক্তা সরোয়ারের নতুন ডুয়েট বৈশাখে ‘বিডি এক্সপ্রেসে’

বিডি মেট্রোনিউজ  প্রজন্মের উদ্দীয়মান আলোচিত কন্ঠ শিল্পী মুক্তা সরোয়ার। গানকে ভালবেসে গভীর আগ্রহের সাথে এগিয়ে চলেছেন সঙ্গীত শ্রোতামহলে। তার গান শুনেছেন; এমন যে কেউ তার অনুরাগী হতে বাধ্য। ব্যস্ত আছেন স্টেজ ও টিভি লাইভ প্রোগ্রাম নিয়ে। এর মধ্যে শ্রোতাদের উদ্দেশ্যে একটি ডুয়েট গান করেছেন তিনি ‘অনুনয় এতো নয়, নয় কোন অভিনয়’ এমন কিছু রোমান্টিক কথার গানটিতে তার সাথে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তুরুণ আলোচিত সংগীত শিল্পী আলোক কুমার সেন।

এই পহেলা বৈশাখে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক এর ব্যানারে আসছে গীতিকার জীবক বড়ুয়ার লেখা বহুল আলোচিত রোম্যান্টিক গানের অ্যালবাম বিডি এক্সপ্রেস। মুক্তার এই গানটি বিডি এক্সপ্রেস অ্যালবামের রোমান্টিক একটি গান।

অ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন দেশের তরুণ কিছু আলোচিত সঙ্গীত তারকা- সাব্বির, রেমো, বিপ্লব ও ইফতেখারুল লেলিন । অসাধারণ কিছু সুর ও সঙ্গীত এর সমন্বয়ে সাজানো হয়েছে এই অ্যালবামটি।

নতুন এই ডুয়েট গানটি ও বিডি এক্সপ্রেস অ্যালবামটি সম্পর্কে মুক্তা বলেন, আমি শ্রোতাদের কথা মাথায় রেখেই অ্যালবামটি টিতে কাজ করেছি। আমার এই গানটির কথা গুলো অনেক ভালো লেগেছে আমার আর তাই অনেক আনন্দের সহিত কাজটা করতে পেরেছি। আমার বিশ্বাস গানটি শ্রোতারা অনেক পছন্দ করবেন। আর অ্যালবামটি বেশ কয়েকটি রোমান্টিক কথার গান দিয়ে সাজিয়েছেন। জীবক ভাই
এ্যালবাম এর গানগুলো সঙ্গীত পিপাসু হৃদয়ের মন কাড়বে বলে অমার বিশ্বাস।

-জ.ই. বুলবুল

Print Friendly, PDF & Email

Related Posts