আবার আফসানা মিমি

বিডি মেট্রোনিউজ  আবার আফসানা মিমি মডেল হিসেবে আবির্ভূত হলেন। দীর্ঘ ১৫ বছরের বিরতি ভেঙে কেয়া লেমন ডিটারজেন্টের একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে কাজ করলেন মিমি।  অমিতাভ রেজার নির্দেশনায় সম্প্রতি বিজ্ঞাপনচিত্রের শুটিং শেষ হয়েছে। এতে মিমির সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম।

এ প্রসঙ্গে আফসানা মিমি বলেন, বিজ্ঞাপনের প্রস্তাবটা পাওয়ার পর ভাবি, অনেকদিন অভিনয় করেনি, গল্প ভালো লাগলে কাজটি করব। শুধু গল্প নয়, সবকিছুই ভালো লাগল। নির্মাতা, সহশিল্পী, আমার চরিত্রও। সেলিম ভাইয়ের সঙ্গে পর্দায় আমার রসায়নটাও চমৎকার। আর অমিতাভ অনেক আদরের। ওর প্রথম কাজ ‘হাওয়াঘর’-এ অভিনয় করেছিলাম। শুটিংয়ের পুরো সময়টা বেশ নস্টালজিক মেজাজে ছিলাম।’

Print Friendly, PDF & Email

Related Posts