মঙ্গলবারের ম্যাচে মাঠে দেখা যেতে পারে মাশরাফীকে

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ পরিবারের কাউকে রেহাই দেয়নি করোনাভাইরাস। ছোট ভাই, ম্যাশ নিজে, স্ত্রী, দুই সন্তান, বাবা-মা, কেউই রক্ষা পাননি কোভিডের আক্রমণ থেকে। মাশরাফী বিন মোর্ত্তজার পরিবারে ‘করোনাঝড় হয়েই এসেছিল

বাকিরা সুস্থ হয়ে উঠেছেন দ্রুতই। মাশরাফীর নিজের সুস্থ হতেই যা একটু বেশি সময় লেগেছে। করোনার কঠিন সময়ে নড়াইল-২ আসনের মানুষদের সুরক্ষিত রাখতে অনলাইন-অফলাইনে নিরন্তর কাজ করে গেছেন জনপ্রতিনিধি মাশরাফী।

এতকিছুর ধকলে খেলা ভুলেই ছিলেন মাশরাফী। করোনার প্রভাবে শারীরিক দুর্বলতা থাকায় খেলেননি বিসিবি প্রেসিডেন্টস কাপে। সাত মাসের করোনা বিরতির পর ওয়ানডে আসরটি দিয়ে ক্রিকেটের চাকা ঘোরে বাংলাদেশে।

ক্রিকেটে ফেরার মিশনে অনুশীলনে নামতেই পড়েছেন ইনজুরিতে। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের মাঝপথে চোট কাটিয়ে ফিট হয়েছেন। লটারিতে নড়াইল এক্সপ্রেসকে পেয়েছে জেমকন খুলনা। যে দলে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসানদের মতো আইকন ক্রিকেটাররা।

দল ঠিক হওয়ার পর সোমবার মিরপুরের একাডেমি মাঠে একক অনুশীলন করেন মাশরাফী। সেন্টার উইকেটে বোলিং করেছেন। লাইন-লেন্থ ছিল নজরকাড়া। যেখানে মার্কার বসিয়েছেন, সেখানেই বারবার বল হিট করাচ্ছিলেন। লেন্থের সঙ্গে লাইনও ছিল নিখুত, স্টাম্প ভেঙেছেন বেশ কয়েকবার।

মঙ্গলবারের ম্যাচে মাঠে দেখা যেতে পারে তাকে। সেদিন সন্ধ্যার ম্যাচে খুলনার প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গাজী গ্রুপ চট্টগ্রাম।

খুলনা শেষ তিন ম্যাচ জিতে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ৬ ম্যাচে তাদের ৮ পয়েন্ট। প্লে-অফের আগে মাশরাফীদের খুলনা পাবে আরও দুই ম্যাচ। ফাইনাল পর্যন্ত গেলে বাড়বে ম্যাচের সংখ্যা।

Print Friendly, PDF & Email

Related Posts