চুলের যত্নে ডিম ও মধু দারুণ

মেট্রো নিউজ : স্ট্রেট চুল কে না পছন্দ করে। তবে কেমিক্যাল আর স্ট্রেটনারের জেরে চুলের স্বাস্থ্য খারাপ হতে বাধ্য। কিন্ত তা ছাড়া আর উপায় কী? অবাধ্য, রুক্ষ চুল যে বাগে আসতেই চায় না। কিছু ন্যাচারাল স্ট্রেটনারের সাহায্যে বাড়িতেই পেতে পারেন স্ট্রেট, সিল্কি চুল।

১। নারকেল দুধ ও লেবুর রস- নারকেল কুরিয়ে দুধ বের করে নিন। এর সঙ্গে লেবুর রস মিশিয়ে কয়েক ঘণ্টা ফ্রিজে রেখে দিন। মিশ্রণটা ক্রিমের মতো হয়ে যাবে। গোটা চুলে এই মিশ্রণ লাগিয়ে গরম তোয়ালে দিয়ে চুল এক ঘণ্টা জড়িয়ে রাখুন। এক ঘণ্টা পর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে সম্পূর্ণ শুকিয়ে নিন। চুল নরম তো হবেই, কোঁকড়া ভাবও কমে যাবে।

২। হট অয়েল ট্রিটমেন্ট- তেল শুধু চুলে পুষ্টিই জোগায় না, নিয়মিত তেল গরম করে মাসাজ করলে চুল স্ট্রেট এবং সিল্কিও হয়। ভাল ফল পেতে নারকেল তেলের সঙ্গে অলিভ অয়েল বা আমন্ড তেল মিশিয়ে নিন। এই মিশ্রণ মাথার তালু ও চুলে ভাল করে লাগিয়ে ৪৫ মিনিট গরম তোয়ালে জড়িয়ে রাখুন। মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।

৩। চায়ের লিকার- চায়ের লিকার খুব ভাল ন্যাচরাল কন্ডিশনার। লিকারের সঙ্গে লেবুর রস মিশিয়ে নিন। শ্যাম্পু করার পর এই মিশ্রণ দিয়ে চুল ধুয়ে নিন। চুলের স্বাস্থ্যও ভাল থাকবে, সিল্কিও হবে।

৪। মিল্ক স্প্রে- চুল সোজা করার জন্য দুধ খুবই উপকারী। স্প্রে বোতলের মধ্যে দুধ ভরে নিন। এটা সারা চুলে ভাল ভাবে স্প্রে করে নিন। আধ ঘণ্টা সময় দিন যাতে চুল ভাল করে দুধ শুষে নিতে পারে। এর পর শ্যাম্পু করে নিলেই নতুন জীবন পাবে আপনার চুল।

৫। দুধ ও মধু- মধু আর দুধ এক সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। বেশি ভাল ফল পেতে এর সঙ্গে কলা বা স্ট্রবেরি মিশিয়ে নিন। গোটা চুলে লাগিয়ে নিন। শুকোতে সময় লাগবে। পুরোপুরি শুকিয়ে গেলে ভাল করে শ্যাম্পু করে নিন। উপভোগ করুন নিজের নতুন লুক।

৬। ডিম ও অলিভ অয়েল- চুলের যত্নের জন্য দুটোরই বেশ সুখ্যাতি রয়েছে। পরিমাণ মতো অলিভ অয়েলের সঙ্গে দুটো ডিম ফেটিয়ে মিশিয়ে নিন। গোটা চুলে লাগিয়ে নিয়ে এক ঘণ্টা রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। চুল স্ট্রেট তো হবেই, থাকবেও অনেক দিন।

 

Print Friendly, PDF & Email

Related Posts