একুয়েডরে মৃতের সংখ্যা বেড়ে ২৩৩, জরুরি অবস্থা জারি

বিডি মেট্রোনিউজ ডেস্ক একুয়েডরের উপকূলীয় অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে অন্তত২৩৫ জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ ভূমিকম্পে আহতের সংখ্যা ১৫শ’ র বেশি বলে জানিয়েছে। খবর ‍এপির।

ভূমিকম্পস্থলের কাছের উপকূলীয় এলাকাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষত পেডারনালস এলাকা। এ এলাকাটিতে ভূমিকম্প পরবর্তী ১৩৫ টি পরাঘাত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায়, (বাংলাদেশ সময় ভোর ৫ টা ৫৮) এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৮।

ভূমিকম্পে বিস্তীর্ণ এলাকা থেকে ক্ষয়ক্ষতির তথ্য আসছে। ছয়টি প্রদেশে জরুরি অবস্থা জারি করে ন্যাশনাল গার্ডকে উদ্ধার কাজে পাঠানো হয়েছে। ইতালি থেকে সফর সংক্ষিপ্ত করে দেশের পথে থাকা একুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া  রোববার মৃতের এ সংখ্যা নিশ্চিত করেছেন।

ট্যুইটারে তিনি বলেন, “এ মুহূর্তে ধ্বংসস্তুপ থেকে লোকজনকে উদ্ধার করাটাই অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে।”

Print Friendly, PDF & Email

Related Posts