ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন নির্বাচন নিয়ে হট্টগোল!

নিজস্ব প্রতিবেদক: ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন নির্বাচন নিয়ে দুই পক্ষ বাক বিতণ্ডায় জড়িত হয়েছেন ৷ নির্বাচনের সামনে রেখে বর্তমান নির্বাচন কমিটির সদস্য সচিব ও বর্তমান সাধারণ সম্পাদক সুফী আলমামুন নির্বাচনী ফরম প্রার্থীদের না দিয়ে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) অফিস রুম ত্যাগ করেন বলে জানিয়েছেন ফরম নিতে আসা একাধিক প্রার্থী ৷ এতে নির্বাচন হবে কি হবে না প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গেছে ৷ এই সময় সভাপতি সৈয়দ ইকবাল মোস্তফা, প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট হুমায়ুন কবিরকে অফিসে পাওয়া যায়নি ৷

জানা যায়, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি প্রার্থী মাহবুব সালেকীন, সাধারণ সম্পাদক প্রার্থী আবু নাসের মজুমদার মেজবা ও প্যানেল লিডার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান দুলাল জানান- তারা ফরম কিনতে অফিসে গেলে তাদের সাথে নির্বাচনী কর্মকর্তার বাকবিতন্ডা হয় এবং সূফী আলমামুন অফিস রুম ত্যাগ করেন। প্রার্থীরা অনেক সময় অপেক্ষা করার পরও নির্বাচনী কর্মকর্তা কেউ অফিসে আসেনি। ২৮ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা থাকলেও নির্বাচনী তৎপরতা লক্ষ করা যায়নি ৷

প্যানেল লিডার সাবেক সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন নিয়ে বর্তমান কমিটি তালবাহানা শুরু করেছে এখন পর্যন্ত ভোটার তালিকাও টানানো হয়নি এবং প্রতিদিন প্রার্থীরা ফরম ক্রয় করতে আসলে নির্বাচনী কর্মকর্তা কেউই আসেন না ৷ অপর একটি সূত্র থেকে জানা গেছে ঢাকা ট্যাকসেস বারের কমিটি জোরপূর্বক করার পায়তারা করছে একটি স্বার্থান্বেষী মহল ৷

Print Friendly, PDF & Email

Related Posts