দেশে ৩৬০তম দিনে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪২৩ জনে

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ৩৬০তম দিনে শেষ ২৪ ঘণ্টায় শনাক্তের চাইতে সুস্থতা বেড়েছে। নতুন সাত জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৪২৩ জনে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৯৪ জন ও শনাক্ত হয়েছেন ৫১৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ১৫ হাজার ৩২৫টি নমুনা পরীক্ষায় ৫১৫ জন এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার তিন দশমিক ৩৬ শতাংশ।

তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৪৪ শতাংশ।

সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৩১ লাখ ৩৬ হাজার ৬৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯ লাখ ৩৬ হাজার ২৭৭টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা করা হয়েছে ৪০ লাখ ৭২ হাজার ৯২২টি নমুনা।

এর মধ্যে শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৪৭ হাজার ৩১৬ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ৮৯৪ জনসহ মোট চার লাখ ৯৮ হাজার ৬৯১ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ১২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে সাত জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পাঁচ জন পুরুষ ও দুই জন নারী। তাদের সবারই হাসপাতালে মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা আট হাজার ৪২৩। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ছয় হাজার ৩৬৮ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৭৫ দশমিক ৬০ শতাংশ এবং দুই হাজার ৫৫ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ২৪ দশমিক ৪০ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত সাত জনের মধ্যে একুশ থেকে ত্রিশ বয়সী এক জন, পঞ্চাশোর্ধ্ব এক জন এবং ষাটোর্ধ্ব পাঁচ জন রয়েছেন। আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে তিন জন ও চট্টগ্রাম বিভাগে চার জন।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১১ কোটি ৫০ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ২৫ লাখ ৫১ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন নয় কোটি সাত লাখের বেশি।

Print Friendly, PDF & Email

Related Posts