নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগে অনুপ্রবেশকারীকে দলীয় মনোনয়ন দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বরগুনা জেলার আমতলী উপজেলার ৫নং চাওড়া ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাফ হাওলাদার।
সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত দলের ত্যাগী নেতাদেরকে মনোনয়ন না দিয়ে দলে অনুপ্রবেশকারীদেরকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়েছে ৷
তিনি বলেন, দীর্ঘ ৪০বছরের অধিক সময় ধরে আমি ও আমার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, অথচ পূর্বে বিএনপির রাজনীতির সাথে জড়িত ব্যাক্তিকে আওয়ামী লীগের দলিয় মনোনয়ন দেওয়া হয়েছে।
তিনি আওয়ামী লীগের ত্যাগী নেতাদেরকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ৷
তিনি বলেন, বিএনপি থেকে অনু প্রবেশকারী আওয়ামী লীগের ভাবমূর্তি বিনষ্টকারী হাইব্রিড আখতারুজ্জামান খান বাদলকে বরগুনা জেলার সাধারণ সম্পাদকের বিরোধিতার পরও দলীয় মনোনয়ন দেওয়া হয় ৷
আওয়ামী লীগ নেতা আলতাফ হাওলাদার দলে অনুপ্রবেশকারী আখতারুজ্জামানের মনোনয়ন বাতিল করে আওয়ামী লীগের তৃনমুলের নেতা কর্মীদেরকে দলীয় মনোনয়ন দেওয়ার জোর দাবী জানান ৷
এসময় আমতলী ৭নং আরপাঙ্গাশিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি কাওসার মিয়া উপস্থিত ছিলেন ৷