বুধবার রোজা শুরু, লাইলাতুল কদর ৯ মে

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥  বাংলাদেশের আকাশে ১৪৪২ হিজরি সনের পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে।  বুধবার (১৪ এপ্রিল) থেকে রমজান মাসের গণনা শুরু হবে, অর্থাৎ প্রথম রোজা শুরু কাল থেকেই। ফলে আগামী ৭ মে পবিত্র জুমাতুল বিদা এবং ৯ মে দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

এ সময় তিনি দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ফলে কাল থেকে রোজা শুরু হচ্ছে। পবিত্র রমজানের বরকতে মহান রাব্বুল আলামিন যেন আমাদের করোনা সংক্রমণ থেকে হেফাজত করেন। দেশ ও জাতির সুখ শান্তি কামনা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান, বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ ইমাম মুফতি মিজানুর রহমানসহ কমিটির সদস্যরা।

Print Friendly, PDF & Email

Related Posts