বিডি মেট্রোনিউজ॥ ঢাকাস্থ মার্কিন দূতাবাস এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র (সিইডি) সম্প্রতি যুক্তরাষ্ট্রের তরুন উদ্যোক্তা ফেলোশিপ এক্সচেঞ্জ প্রোগ্রাম ২০১৬ (এপ্রিল রাউন্ড) প্রাপ্ত চার বাংলাদেশি তরুণ উদ্যোক্তাদের নাম ঘোষণা করেছে। ইউএস স্টেট ডিপার্টমেন্ট’র শিক্ষা ও সাংস্কৃতিক ব্যুরো এর অধীনে আগামি ৩০ এপ্রিল থেকে ৩ জুন পর্যন্ত এক্সচেঞ্জ প্রোগ্রামটি যুক্তরাষ্ট্রর ওকলাহোমা ও ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জিডিএলএন সেন্টারে এক প্রি ডিপারচার ওরিয়েন্টেশন প্রোগ্রামে ফেলোশিপ প্রাপ্তদের নাম ঘোষণা করা হয় এবং এক্সচেঞ্জ প্রোগ্রামটির যাবতীয় বিষয় নিয়ে ফেলোদের অবগত করা হয়।
শামীম ই হক, সহকারী অধ্যাপক, ব্র্যাক বিজনেস স্কুল ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর, সিইডি ফেলোশিপ প্রাপ্তদের নাম ঘোষণা করেন। এসময় ঢাকাস্থ আমেরিকান সেন্টারের পারভিন ইলিয়াস, জর্জ মেস্তস সহ পূর্ববর্তী বছরের ফেলোশিপ প্রাপ্তরা উপস্থিত ছিলেন এবং এক্সচেঞ্জ প্রোগ্রামটি সম্পর্কে ফেলোদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ড ইলানি স্টাইন, অধ্যাপক, গেলর্ড সাংবাদিকতা ও গণযোগাযোগ কলেজ, ওকলাহোমা বিশ্ববিদ্যালয় স্কাইপির মাধ্যমে ফেলোশিপ প্রাপ্তদের শুভেচ্ছা জানান এবং এক্সচেঞ্জ প্রোগ্রামটির নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশ থেকে উল্লেখ্যখিত ফেলোশিপ প্রাপ্তরা তিন স্তরের নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রায় ১৩০ বেশী আবেদনকারীর মধ্যে থেকে নির্বাচিত হন। এছাড়াও ভারত ও মিয়ানমার থেকে তিন জনকরে তরুণ উদ্যোক্তা ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের গেলর্ড সাংবাদিকতা ও গণযোগাযোগ কলেজে অনুষ্ঠিতব ওই ফেলোশিপ প্রগ্রামে যোগদান করবেন।
উল্লেখ্য, গেলর্ড সাংবাদিকতা ও গণযোগাযোগ কলেজ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র, ব্র্যাক মায়ানমার ও ভারতের উদ্যোক্তা উন্নয়ন ইনস্টিটিউট যৌথভাবে এই তরুন উদ্যোক্তাদের জন্য যুক্তরাষ্ট্রে পাঁচ সপ্তাহ ব্যাপী একটি ফেলোশিপ এক্সচেঞ্জ প্রোগ্রামের আয়োজন করেছে। বাংলাদেশ, মিয়ানমার, ভারতের বেসরকারি খাত, সরকার, সুশীল সমাজ বা শিক্ষকতায় জড়িত ২৫ থেকে ৪০ বছর বয়সের উদ্যোক্তা ও ছোট ব্যবসায়ীরা এতে অংশ গ্রহণ করে থাকেন।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক ব্যুরোর সহায়তায় প্রোগ্রামটি, উল্লেখিত তিন দেশ সহ এবং ওকলাহোমার তরুণ ব্যবসায়িক উদ্যোগ, ব্যবসায় প্রশাসন, সরকার, এনজিও ও শিক্ষা ক্ষেত্রে একটি সমন্বয় করা হবে। কমিউনিটি প্রশিক্ষণ প্রোগ্রাম বা ওকলাহোমায় ক্ষুদ্র ব্যবসার মধ্যে সংযোগ করা ছাড়াও আমেরিকার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন সেমিনারে অংশগ্রহনের সুযোগ থাকবে। ২০১২ সাল থেকে এই তরুন উদ্যোগতা ফেলোশিপ এক্সচেঞ্জ প্রোগ্রামটি চালু হয়ে আসছে।
প্রচ্ছদের ছবি : ফেলোশিপ প্রাপ্ত চার উদ্যোক্তা (বাম দিক থেকে বসা) ফ্রিলেন্স সাংবাদিক ও নিউজফিড পিআর’র প্রতিষ্ঠাতা সৈয়দ রবিউস সামস, ড্রিমকাস্ট মার্কেটিং ও কমিউনিকেশনের সিনিয়র ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট ও স্ট্র্যাটেজি, মহিউদ্দিন চৌধুরী শাওন, মণ্ডল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মোঃ রাশেদুজ্জামান এবং জেন ল্যাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাতুল দেব।