সৌদি আরবে ঈদ বৃহস্পতিবার

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ সৌদি আরবের আকাশে মঙ্গলবার (১১ মে) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। অর্থাৎ এ বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বুধবার (১২ মে) ৩০ রমজান পূর্ণ হবে।

সেই হিসেবে দেশটিতে আগামী বৃহস্পতিবার (১৩ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে।

সৌদি গেজেট জানিয়েছে, শাওয়ালের চাঁদ পর্যবেক্ষণ কেন্দ্রগুলো থেকে জানানো হয়েছে মঙ্গলবার সৌদির আকাশে চাঁদ দেখা যায়নি। সেই হিসেবে এবার ৩০ রমজান পূর্ণ হবে।

কুয়েতি সংবাদমাধ্যম আরবটাইমস জানিয়েছে, মেঘলা আকাশের কারণে চাঁদ দেখা যায়নি। তাই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

এর আগে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া জানিয়েছিল মঙ্গলবার তাদের আকাশে চাঁদ দেখা যায়নি। তাই আগামী বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

Print Friendly, PDF & Email

Related Posts