বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বছরের প্রথম ঘূর্ণিঝড় ভারতের দিকে ধেয়ে আসছে। আগামী রোববারের মধ্যে আরব সাগরে তৈরি হওয়া এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের আকার নেবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
এরই মধ্যে ভারতের মহারাষ্ট্র, কেরালা ও গুজরাটে ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘তাওকতে’ (Cyclone Tauktae)।
আজ শুক্রবার তাওকতে’র কারণে লাল সতর্কতা (রেড সিগন্যাল) জারি করা হয়েছে কেরালার পাঁচ জেলায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে লাক্ষাদ্বীপসহ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে।
আগামী রোববার বা সোমবার ভারতের দক্ষিণ উপকূলে তাওকতের আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। কেরালায় আগামীকাল শনিবার থেকে ভারি থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ৫৩টি দলকে প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে ২৪টি দলকে ইতোমধ্যেই এলাকায় পাঠানো হয়েছে। বাকি দলগুলো স্ট্যান্ডবাই রাখা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।