বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউন ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। তবে এই সময়ে আন্তঃজেলার সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে অবশ্যই যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরাসহ সব স্বাস্থ্যবিধি মানতে হবে। এছাড়া, খোলা থাকছে হোটেল ও রেস্টুরেন্ট।
এর আগে বিধিনিষেধে একই জেলার মধ্যে গণপরিবহন চলেছে। তবে এক জেলা থেকে আরেক জেলায় গণপরিবহন বন্ধ ছিল।
রোববার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকানে আসন সংখ্যার অর্ধেক ক্রেতাকে সেবা দেওয়া যাবে।
এদিকে, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহসম্পাদক ও ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্বাস উদ্দীন বলেন, ‘আজ সরকার আন্তঃজেলার গণপরিবহন চালুর অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এতোদিন আমরা নানা সমস্যার মধ্যে ছিলাম। এখন সরকার পরিবহন চালুর অনুমতি দেওয়ায় আমরা খুশি।’
তিনি জানান, আগামীকাল (২৪ মে) থেকে স্বাস্থ্যবিধি মেনে আন্তঃজেলার বাস চলবে।