২৩ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন রওশন এরশাদ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ২৩ দিন চিকিত্সা শেষে রবিবার বিকালে বাসায় ফিরেছেন।

ডিহাইড্রেশন (পানিশূন্যতা) ও শ্বাসকষ্ট নিয়ে গত ২৯ এপ্রিল তিনি সিএমএইচে ভর্তি হয়েছিলেন।

রওশন এরশাদ রোজা রাখছিলেন। ঐ দিন ইফতারের পর হঠাত্ তার রক্তচাপ বেড়ে যায়। এছাড়া প্রচণ্ড গরমে তার শরীরে পানিশূন্যতা দেখা দেয় এবং পেটে গ্যাস হয়। সঙ্গে শুরু হয় শ্বাসকষ্ট। হাসপাতালে নেওয়ার পর প্রথমে করোনা পরীক্ষা করা হয়, তবে ফল নেগেটিভ আসে।

রওশন এরশাদের ছেলে ও রংপুর-৩ আসনের এমপি রাহগির আল মাহি (সাদ এরশাদ) বলেন, ‘আম্মা এখন ভালো আছেন’।

Print Friendly

Related Posts