বিডি মেট্রোনিউজ॥ গত শনিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার গুলশান লেডিস কমিউনিটি ক্লাবে অনুষ্ঠিত হল জমজমাট ‘শ্রোতার আসর’। আসরের আয়োজন করে গানের দল প্রানের দল । এটি ছিল গানের দল প্রানের দলের ২১তম আয়োজন ।
এ সময় ক্লাবের সদস্য এবং আগত বিভিন্ন অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। গান পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন গানের দল প্রানের দলের চার প্রিয় মুখ রুবাবা , হাসি , মিলি ও এনামুল ।
ছবিতে গান পরিবেশন করছেন হাসিনা আফরোজা হাসি ।