বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে পৌনে চার কোটি টাকা হাওয়া হয়ে গেছে। এই টাকা সরানোর অভিযোগ উঠেছে কর্মীদের বিরদ্ধে।
অভিযোগ পাওয়ার পর পুলিশ ভল্ট ইনচার্জ রিফাত ও ইমরানকে গ্রেপ্তার করেছে বলে বংশাল থানার পরিদর্শক (অপারেশনস) আবুল কালাম ভূঁইয়া জানিয়েছেন।
বংশাল থানার ওসি আবুল খায়ের বলেন, ওই শাখা থেকে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা তাদের ক্যাশের লোকজন সরিয়ে নিয়েছে বলে রাতে অভিযোগ করেন ব্যাংকের ম্যানেজার। এর ভিত্তিতে দুজনকে আটক করা হয়।
ব্যাংকের ‘ইন্টার্নাল অডিটে’ টাকা সরানোর বিষয়টি ধরা পড়ে বলে অভিযোগে উল্লেখ করেছেন ওই শাখার ব্যবস্থাপক।
পরিদর্শক কালাম বলেন, পুরো বিষয়টি দুদক তদন্ত করবে। আসামি যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য দুজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার টাকা সরানোর বিষয়টি ধরা পড়ার পর রাতেই ওই দুজনকে পুলিশে দেয় ব্যাংক কর্তৃপক্ষ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিফাত টাকা সরানোর অভিযোগ ‘স্বীকার করেছেন’ বলে পুলিশ কর্মকর্তা কালামের ভাষ্য।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি নিয়ে আমাদের কাজ চলছে। এখন পর্যন্ত যতটুকু আমরা জানি, ৩ কোটি ৭৭ লাখ টাকার মত গড়মিল পাওয়া গেছে, বাকিটা পরে জানা যাবে।