‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৪’ পেলেন এম. আনিস উদ্ দৌলা

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥  ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৪’ পেয়েছেন এসিআই গ্রুপের চেয়ারম্যান এম. আনিস উদ্ দৌলা।

রোববার (২৭ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টায় কৃষি সম্প্রসারণের অবদানের মাধ্যমে কৃষি উন্নয়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় এম. আনিস উদ্ দৌলাকে এই পুরস্কারে ভূষিত করেন।

অনুষ্ঠানে কৃষি ক্ষেত্রে অভাবনীয় অবদানের জন্য পুরস্কার প্রাপ্তদের মধ্যে ৫ জন স্বর্ণ, ৯ জন রৌপ্য এবং ১৮ জন ব্রোঞ্জ মেডেল গ্রহণ করেন ।

কৃষি গবেষণা সম্প্রসারণ, সমবায় উদ্বুদ্ধকরণ, প্রযুক্তি উদ্ভাবন, নারীদের অবদান, বাণিজ্যিক খামার, বনায়ন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন এবং মাছ চাষ প্রভৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এসব পুরস্কার দেওয়া হয়।

Print Friendly, PDF & Email

Related Posts