মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্ররা ত্রাণ নিয়ে মৌসুনি দ্বীপে

সিদ্ধার্থ সিংহ: দি নিওটিয়া ইউনিভার্সিটির মেরিন ডিপার্টমেন্টের এক ঝাঁক প্রাক্তন এবং বর্তমান ছাত্র ইউনিভার্সিটির সহযোগিতায় আয়োজন করেছিলেন ত্রাণ এবং বিনামূল্যে চিকিৎসা শিবিরের।

ইয়াসে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াবার ব্রত নিয়ে এঁরা পৌঁছে গিয়েছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের মৌসুনি দ্বীপের বাঘডাঙা অঞ্চলে।

এই কর্মযজ্ঞের মূল উদ্যোক্তা ছিলেন নিওটিয়া বিশ্ববিদ্যালয়ের মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রাক্তন ছাত্র দেবজিৎ দেবনাথ, রূপান্তর সেন, কৃতী আজাদ, রণজিৎ সেন।

একুশ রকম আইটেমের এক-একটি ঢাউস ব্যাগের শুধু ত্রাণই নয়, এঁদের সঙ্গে ছিল বেশ কিছু চিকিৎসক এবং পর্যাপ্ত ওষুধপত্র। খোলা হয়েছিল ফ্রি মেডিকেল ক্যাম্প।
ক্ষতিগ্রস্ত প্রায় আড়াইশোটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল, তেল, সুজি, সোয়াবিন, মুড়ি, মশলাপাতি, বিস্কুট, সাবানের মতো নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়াও মশারি এবং টর্চও। মেয়েদের জন্য দেওয়া হয়েছিল সেনিটারি প্যাড।

অন্যতম উদ্যোক্তা রূপান্তর সেন জানালেন, যত দিন না সব কিছু স্বাভাবিক হচ্ছে, তত দিন আমাদের এই কর্মযজ্ঞ চালু থাকবে।

Print Friendly

Related Posts