বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (৭ জুলাই) সকাল ৯টা ১৭ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়।
ভূমিকম্পর উৎপত্তিস্থল ভারতের মেঘালয়। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ২। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, ঢাকা, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, সুনামগঞ্জ, বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে বুধবার সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
আবহাওয়াবিদ বজলুল রশিদ এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ২৮২ কিলোমিটার।