বিকেএসপি’র ক্রীড়া প্রতিভা প্রশিক্ষণ শিবির সমাপ্ত
বিডি মেট্রোনিউজ ॥ বাংলাদেশ সরকারের ক্রীড়া মান উন্নয়নের লক্ষে বিকেএসপি কর্তৃক বাস্তবায়নযোগ্য প্রকল্প ‘তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম-২০১৫-১৭’ এর ১ম পর্ব শেষ হয়েছে।
দেশের ৬৪টি জেলা থেকে বাছাইকৃত ১০০০ জন খেলোয়াড়দের বিকেএসপি ও বিকেএসপি’র আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সমূহে প্রথমে ১ মাস মেয়াদের এবং পরবর্তীতে বাছাইকৃতদের মধ্য থেকে ২০০ জনকে ধারাবহিক ভাবে ৪ মাস মেয়াদের প্রশিক্ষণ ক্যাম্পের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয় ।
প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে বিকেএসপি’র মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী র্মুতজা খান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ প্রদান করেন।
বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুল হক ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. ফজলুল হক, পিএসসি । সভাপতিত্ব করেন পরিচালক (প্রশিক্ষণ) এ.বি.এম রুহুল আজাদ। ধন্যবাদ জ্ঞাপন করেন উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু এবং স্বাগত বক্তব্য রাখেন ট্রেনিং কো-অর্ডিনেটর মো. কাওসার আলী।
৪ মাস মেয়াদে অনুষ্ঠিত এই প্রশিণ ক্যাম্প হতে চূড়ান্তভাবে বাছাইকৃত যোগ্য প্রশিক্ষণার্থীদের বিকেএসপি’র দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ কার্যক্রমে অগ্রাধিকার দেয়া হবে।
উল্লেখ্য ২০১৬ সালে ভর্তিকৃত ১২৯ জনের মধ্যে ৭৯ জনই ছিল এ প্রকল্পের প্রশিক্ষণার্থী ।
আগামী ১৮ মে, ২০১৬ থেকে দেশের ৬৪ জেলায় এই প্রকল্পের পরবর্তী বাছাই কার্যক্রম শুরু হবে।
তথ্যসূত্র : মো. আশরাফুজ্জামান, জনসংযোগ কর্মকর্তা, বিকেএসপি