বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেছেন।
সোমবার (১৯ জুলাই) রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি মডার্না ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।
তার ব্যক্তিগত চিকিৎসকরা এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তারা বলেছেন, করোনা পরবর্তী নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া।
বিকেল ৪টার দিকে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসাপাতালে আসেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আগে থেকেই হাসপাতালের সামনে অবস্থান নেন নেতা-কর্মীরা। গাড়িতে বসেই ভ্যাকসিন গ্রহণ করেন খালেদা জিয়া।
করোনা পরবর্তী জটিলতায় ৫৩ দিন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ছিলেন বেগম খালেদা জিয়া। ১৯ জুন হাসপাতাল ছাড়ার পর থেকে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী হিসেবে নিজ বাসভবন থেকেই ভ্যাকসিন গ্রহণের সুযোগ থাকলেও তারে ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে হাসপাতালে এসে ভ্যাকসিন নিয়েছেন খালেদা জিয়া।