কুমিল্লা জেলা প্রশাসনকে ২০টি অক্সিজেন সিলিন্ডার দিলো মেঘনা গ্রুপ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর পক্ষ থেকে কুমিল্লা জেলা প্রশাসনকে ২০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর।

বৃহস্পতিবার (২৯ জুলাই) করোনা সংকট মোকাবেলার বর্তমান পরিস্থিতিতে কুমিল্লা জেলা প্রশাসনের পাশে দাঁড়ালো মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। কুমিল্লা জেলার করোনা আক্রান্তদের সাহায্যার্থে এমজিআই-এর পক্ষ হতে আজ কুমিল্লা জেলা প্রশাসক মহোদয়-এর নিকট ২০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর এবং বিনামূল্যে রিফিল করে দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়।

এমজিআই-এর পক্ষে প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার (প্রশাসন) হাসান জামিল, সিলিন্ডারগুলো আনুষ্ঠানিকভাবে কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান-এর কাছে হস্তান্তর করেন।

এ সময় কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার অতীশ সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন এবং এমজিআই-এর অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (প্রশাসন) মো. আবু সাঈদ উপস্থিত ছিলেন।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রথম থেকেই বিভিন্ন সরকারী সংস্থার পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান এমজিআই। সরকারী তহবিলে আর্থিক অনুদানের পাশাপাশি, নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য দেশব্যাপী সবার নাগালে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

Print Friendly, PDF & Email

Related Posts