ভ্যাকসিন না নিয়ে বের হলে শাস্তির সিদ্ধান্ত হয়নি: তথ্যমন্ত্রী

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধী ভ্যাকসিন ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ বাইরে বের হলে শাস্তি হবে- এমন সিদ্ধান্ত নেয়নি সরকার জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বলেছেন, এটা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর ব্যক্তিগত অভিমত।

আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ তথ্য জানান।

ড. হাছান মাহমুদ বলেন, ‘করোনা পরিস্থিতি নিয়ে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে টিকা না নিয়ে বাইরে বের হলে শাস্তির মুখোমুখি হতে হবে, এমন কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।’

মন্ত্রী বলেন, ‘গতকাল যে বৈঠক হয়েছে, মূলত বেশিরভাগ অনলাইনে সংযুক্ত ছিলেন। আমিও অনলাইনে সংযুক্ত ছিলাম। সেখানে আসলে এ ধরনের কোনও সিদ্ধান্ত হয়নি। সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি যে ১৮ এর বেশি বয়সের কেউ টিকা না নিয়ে বের হলে, তা শাস্তিযোগ্য অপরাধ হবে।’

তিনি বলেন, ‘‘১৮ বছরের বেশি বয়সীরা টিকা ছাড়া ঘর থেকে বের হতে পারবেন, এটা নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মঙ্গলবার গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন সেটা তার ব্যক্তিগত অভিমত।’’

মন্ত্রী বলেন, ‘‘সিদ্ধান্ত যেটি হয়েছে, মাস্ক পরার ওপর বেশি জোর দেয়া হয়েছে। একইসঙ্গে স্বাস্থ্যবিধি যাতে সবাই মানে, সেটির ওপরও জোর দেয়া হয়েছে।’’

Print Friendly

Related Posts