জ,ই বু্লবুল : বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের ত্রি-বার্ষিক শিক্ষক প্রতিনিধি নির্বাচন মঙ্গলবার (১০ আগস্ট) রাজধানীর খিলক্ষেতে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে তৃতীয়বারের মতো ঢাকা বিভাগের সদস্য নির্বাচিত হন টাংগাইল হোমিও মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক জনপ্রিয় শিক্ষক নেতা ডা. কায়েম উদ্দিন। সততা দক্ষতা কর্মস্পৃহাই সাফল্যের কারণ। তার এ সাফল্যে টাঙ্গাইলসহ বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী সামাজিক সংগঠন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, এছাড়াও নির্বাচিত অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ডা. মােবাশ্বের আলী খাদেম, রাজশাহী বিভাগে ডা. এস.এম মিল্লাত হোসেন, খুলনা বিভাগে ডা. আনিসুর রহমান (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), বরিশাল বিভাগে ডা. মাে. আবুল কালাম কালাম, সিলেট বিভাগ ডা. মাে. ইমদাদুল হক, রংপুর বিভাগে ডা. আশিক কুমার রায় (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), ময়মনসিংহ বিভাগে ডা. মুহাম্মদ আবুল কাশেম নির্বাচিত হোন।
নবগঠিত প্রতিনিধিরা বোর্ডের কাজের গতিশীলতা বাড়াতে বদ্ধ পরিকর বলে আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচন কর্মকতা ছিলেন রেজিস্টার কাম-সেক্রেটারি বাংলাদেশ হোমিও বোর্ড ডা. মো. জাহাঙ্গীর আলম ও সার্বক্ষনিক দিক নির্দেশনা দেন বোর্ড চেয়ারম্যান ডা. দিলীপ রায়।
ছবি: মঙ্গলবার বাংলাদেশ হোমিও বোর্ডে নির্বাচিত শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়।