বীমা শিল্পের গতি বাড়াতে বিআইএ’র প্রশিক্ষণ কোর্স

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি কর্তৃক আয়োজিত ‘life Insurance marketing Course’ বিষয়ক প্রশিক্ষণ কোর্সটি গত ৬ সেপ্টেম্বর জীবন বীমা কর্পোরেশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কোর্সে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবন বীমা কর্পোরেশনের ব্যাবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব মো. জহুরুল হক। সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির (অ:দা:) পরিচালক এস.এম. ইব্রাহিম হোসাইন (এসিআইআই)।

উদ্বোধনী অনুষ্ঠানে জীবন বীমা কর্পোরেশনের জেনারেল ম্যানেজার (উন্নয়ন) আবুল ফাতাহ মো. বালিগুর রহমান (উপসচিব) এবং একাডেমির অনুষদ সদস্য (গ্রেড-১) এ.এইচ. এম নাজমুছ শাহাদাৎ বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, দেশের বীমা শিল্পের প্রসার ঘটাতে প্রশিক্ষণের গুরুত্বারোপ রয়েছে।

তারা আরো বলেন, বীমার প্রসার ও প্রশিক্ষণ কে যুগোপযোগী করে তুলতে একাডেমির পরিচালকসহ সংশ্লিষ্টরা বদ্ধপরিকর।

উক্ত প্রশিক্ষণ কোর্সে জীবন বীমা কর্পোরেশনের ৩৬ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। বীমা একাডেমিতে এভাবেই আরো প্রশিক্ষণ ও বীমার উপর না কর্মশালা করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Print Friendly

Related Posts