শহীদ উল্লা খন্দকার আরও এক বছর গণপূর্ত সচিব থাকছেন

সরকার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হিসেবে মো. শহীদ উল্লা খন্দকারের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে। শহীদ উল্লা খন্দকার বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, আগামী ২৩ সেপ্টেম্বর বা যোগদানের তারিখ থেকে এই মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে।

উল্লেখ্য, ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর চাকরির মেয়াদ শেষে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা থাকলেও সরকার তার পিআরএল বাতিল করে দুই বছরের চুক্তিতে গৃহায়ন ও গণপূর্ত সচিব হিসেবে নিয়োগ দেয়। পরে চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়। তার সেই নিয়োগের মেয়াদ আগামী ২২ সেপ্টেম্বর শেষ হবে।

Print Friendly, PDF & Email

Related Posts