বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের যৌথ উদ্যোগে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২১ উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল কর্মের মাধ্যমে আশার সঞ্চার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের, সিনিয়র সেক্রেটারি লোকমান হোসেন মিয়া।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাইকিয়াট্রিস্ট বিভাগে সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ জিল্লুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আত্মহত্যা একটি মানসিক রোগ। বিশেষ করে ১০ থেকে ২৪ বছর বয়সের ছেলে মেয়েদের মাঝে এর প্রবণতা বেশি থাকে বলে বিভিন্ন পরিসংখ্যানে দেখা যায়। করোনা মহামারিতে এর প্রবণতা অধিক হারে বৃদ্ধি পেয়েছে। বক্তারা এর থেকে উত্তোলনের জন্য সরকারের পাশাপাশি পরিবার থেকে শুরু করে সামাজিক সচেতনতা প্রতি গুরুত্ব দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রফেসর ড, মো. গোলাম রাব্বানী, প্রফেসর ডাক্তার, মোহাম্মদ রোবায়েত আমিন সহ অন্যান্যরা।
অনুষ্ঠানটির সাইন্টিফিক পার্টনার ছিল হেলথকেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড ।