শান্তিতে নোবেল পেলেন সাংবাদিক দিমিত্রি মৌরাতভকে ও মারিয়া রেসা

বাকস্বাধীনতা রক্ষার লড়াইয়ের স্বীকৃতি, সব জল্পনা কল্পনা শেষে শান্তিতে নোবেল পেলেন সাংবাদিক  মারিয়া রেসা ও দিমিত্রি মৌরাতভকে। শুক্রবার নরওয়ের রাজধানী অসলো থেকে  ২০২১ সালে শান্তিতে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়।

ফিলিপাইন ও রাশিয়ায় গণতন্ত্র এবং দীর্ঘস্থায়ী শান্তির পূর্বশর্ত মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার প্রচেষ্টার জন্য যৌথভাবে তাদের এ পুরস্কার দেওয়া হয়। এবার শান্তিতে নোবেল জয়ের তালিকায় ছিলো  ৩২৯ ব্যক্তি ও প্রতিষ্ঠান। তাদের মধ্যে থেকে এই দুই জন সাংবাদিককে নির্বাচিত করা হয়েছে।

গণতন্ত্র এবং দীর্ঘস্থায়ী শান্তির পূর্বশর্ত মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার প্রচেষ্টার জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়।

নোবেল কমিটি এক বিবৃতিতে জানায়, মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ ফিলিপিন্স এবং রাশিয়ায় মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সাহসী লড়াইয়ের জন্য নোবেল শান্তি পুরস্কার পেলেন।

পুরস্কারের অর্থ দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

মারিয়া রেসার জন্ম ১৯৬৩ সালের ২ অক্টোবর ফিলিপিন্সের ম্যানিলায়। আর দিমিত্রি আন্দ্রেইভিচ মুরাতভের জন্ম রাশিয়ায় সামারায় ১৯৬১ সালে।

এবার শান্তিতে নোবেল পাওয়ার দৌড়ে এগিয়ে ছিলো জলবায়ুবিদ গ্রেটা থুনবার্গ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ পর্যন্ত সবচেয়ে বেশি তিনবার শান্তিতে নোবেল পেয়েছে রেড ক্রস। এছাড়া জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর পেয়েছে দুবার ।

২০২০ সালে পুরস্কারটি পেয়েছিলো জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি।

Print Friendly

Related Posts