ঢাকায় সাড়ে ১১ ঘণ্টা পর মোবাইল ফোনে ইন্টারনেট

সারাদেশে ভোর ৫টা থেকে মোবাইল ফোনে ফোরজি ও থ্রিজি ইন্টারনেট সেবা বন্ধ ছিল। বিকেল সাড়ে ৪টা থেকে ঢাকায় গ্রাহকেরা ইন্টারনেট ব্যবহার করতে পারছেন।

বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, বিকেল ৪টা থেকে ঢাকায় ইন্টারনেট সেবা চালু করতে বলা হয়। এরপর পর্যায়ক্রমে অন্যান্য বিভাগে মোবাইল ফোন ইন্টারনেট সেবা চালু হতে পারে।

মোবাইল অপারেটর গ্রামীণফোনের পক্ষ থেকে একটি এসএমএসে লেখা হয়েছে- ‌‘প্রিয় গ্রাহক, বন্ধ ফোরজি ও থ্রিজি সেবা ফিরিয়ে আনতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ করছি। সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখিত।’

Print Friendly, PDF & Email

Related Posts