আপনার আজকের রাশিফল ॥ ২ মে

বিডি মেট্রোনিউজ ডেস্ক   আজ ১ মে ২০১৬ । জেনে নিন আপনার আজকের রাশিফল-

 

মেষ

কোনও কাজে সাফল্য না পাবার জন্য মনের যন্ত্রণা বাড়বে। আজ কোনও নতুন বন্ধুর সঙ্গে পরিচয় হতে পারে। ব্যবসার দিকে বিশ্বাসহানির যোগ আছে। বাড়ির অশান্তিতে বেশি এগোবেন না।

বৃষ

কর্মস্থানে কোনও কঠিন কাজের ভিতর দিয়ে যেতে হবে। ব্যবসার দিকে শুভ কিছু ঘটতে পারে। দিনটা একটু সাবধানে চলুন কোনও স্ত্রীলোকের দ্বারা খারাপ কিছু হতে পারে। বাড়িতে অতিথি আসতে পারে।

মিথুন

কর্মস্থানে কোনও শত্রুর জন্য বদনাম। লটারি ও ফাটকাপ্রাপ্তির যোগ আছে আত্মীয়দের সঙ্গে বুঝে চলুন অশান্তি বাধতে পারে। স্ত্রীর সঙ্গে অকারণে কথা কাটাকাটি।

কর্কট

বাড়িতে স্ত্রীর বিলাসিতার কারণে অর্থ নষ্ট। নতুন ব্যবসার জন্য দিনটি শুভ বলা চলে কর্মস্থানে নিজের প্রতিভার জন্য সুনাম বাড়তে পারে, বাড়িতে কোনও আনন্দের খবর আসতে পারে।

সিংহ

বন্ধুদের সঙ্গে আজ বুঝে কথা বলুন, বন্ধু-বিচ্ছেদ হতে পারে। ব্যবসার দিকে নজর দিন, কোনও প্রকার চুরি হতে পারে। অনেকদিনের আশাপূরণের সম্ভাবনা। সন্তান নিয়ে আনন্দ।

কন্যা

কোনও গোপনাঙ্গের রোগ বাড়তে পারে। পাশের বাড়ির শত্রুতার জন্য বাড়িতে অশান্তি। কর্মে কোনও গোলযোগের কারণে সময় নষ্ট। কোনটা ঠিক কোনটা ভুল বিচার করতে দেরী হবে।

তুলা

স্ত্রীর কারণে মনের শান্তি নষ্ট হতে পারে তার জন্য সারাদিন মনে বাজে চিন্তার উদয়। ব্যবসায় ভাল অর্থ লাভ হতে পারে। বন্ধুর কাছে প্রবঞ্চনার শিকার হতে হবে। কোনও পশু থেকে সাবধান।

বৃশ্চিক

লটারিতে প্রচুর পয়সা নষ্ট হতে পারে। নতুন কোনও সাফল্যে বাধা পড়তে পারে। যাঁরা রাজনীতি নিয়ে থাকেন তাঁদের সুনাম বাড়তে পারে। উচ্চপদস্থ কোনও ব্যক্তির সঙ্গে পরিচয়।

ধনু

চোখের রোগের জন্য কর্মস্থানে ব্যাঘাত ঘটতে পারে। বাড়িতে বা ব্যবসার জন্য কোনও প্রকার ঋণগ্রহণ করতে হতে পারে। গুরুজনের শরীর ঠিক হবার জন্য মনের আনন্দ বাড়তে পারে।

মকর

অতিরিক্ত ব্যয়ের জন্য মাথা গরম হতে পারে। কর্মে উৎসাহবৃদ্ধি পাবার জন্য উপকার পাবেন। সন্তানের মতিগতি নিয়ে মনকষ্ট। স্বামী স্ত্রী সম্পর্ক মেঘলা চলবে, স্থির থাকুন।

কুম্ভ

কোনও প্রিয়জনের ব্যবহারের মনে ঘৃণার ভাব হতে পারে । রাস্তাঘাটে ধীরে চলাফেরা করুন, দুর্ঘটনার যোগ আছে। প্রতিবেশীর সঙ্গে বেশি কথায় যাবেন না।

মী

কোনও ধর্মস্থানে যাবার জন্য মনের আনন্দ বাড়বে। ব্যবসায় কোনও শুভ যোগ আসছে। বাড়িতে লাগাতার অশান্তির জন্য মনে বিষণ্ণতা বাড়তে পারে। সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।

Print Friendly, PDF & Email

Related Posts