তোমাদের জন্য দেশ গর্বিত: বাবর আজমদের পাক প্রধানমন্ত্রী ইমরান

দুবাইয়ের আম দর্শকের পর এ বার স্বয়ং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশংসা আদায় করে নিলেন বাবর আজমরা।

রোববার (২৪ অক্টোবর) দুবাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের স্নায়ুর চাপ হেলায় সরিয়ে বিরাট কোহলীদের সব পাশার দানই উল্টে দিয়েছেন তাঁরা। বিশ্বমঞ্চে ১৩তম সাক্ষাতে নীল জার্সিধারীদের বিরুদ্ধে এই প্রথম জয়। তা-ও আবার ১০ উইকেটে এবং ১৩ বল বাকি থাকতেই।

ম্যাচ শেষ হতেই বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের উজির-এ-আজম ইমরান। খবর আনন্দবাজার পত্রিকার।

টুইটারে পাক ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে ইমরান লিখেছেন, ‘পাকিস্তানের গোটা দলকে অভিনন্দন। বিশেষত, বাবর আজম, যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।’ দলের জয়ে ৫২ বলে ৬৮ রানের অবদান রয়েছে বাবরের। তবে তার থেকেও বোধ হয় বড় হয়ে দাঁড়িয়েছে তাঁর নেতৃত্ব।

রান তাড়া করতে গিয়ে এক বারও বাবরদের ব্যাটের ডিফেন্সে চিড় ধরাতে পারেননি যশপ্রীত বুমরা, মহম্মদ শামি বা ভুবনেশ্বর কুমাররা। রিজওয়ানদের স্পিনের ফাঁদে ঠকাতে পারেননি বরুণ চক্রবর্তী বা রবীন্দ্র জাডেজাও।

প্রায় সবাই ভারতকে ফেবারিট ধরেছিলেন। অনেকটাই এগিয়ে রেখেছিলেন বিরাট কোহলীদের। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে একেবারে ১০ উইকেটে উড়ে গেল ভারত।

Print Friendly, PDF & Email

Related Posts