বুড়িগঙ্গার দূষিত পানিও মানুষের খাওয়ার উপযোগি হবে। বলেছেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি।
তিনি Wastewater Treatment and Management for Sustainable Agricultural Development শীর্ষক সেমিনারে একথা বলেন।
মঙ্গলবার (২ নভেম্বর) বিকেলে শহীদ প্রকৌশলী ভবন, আইইবি সদর দফতরের কাউন্সিল হলে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি তার বক্তব্যে বলেন, বুড়িগঙ্গার দূষিত পানি পরিশোধন করে মানুষের খাওয়ার উপযোগি করার জন্য প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরামর্শ দিয়েছেন। সেই পরিকল্পনা মোতাবেক কাজ করার জন্য তিনি প্রকৌশলী সমাজের কাছে আহবান জানান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের পরিচালক, সিইজিআইএস, ইঞ্জিনিয়ার মোতালেব হোসেন সরকার।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আইইবি’র প্রাক্তন প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, আইইবি’র প্রেসিডেন্ট ও রাজউকের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. নূরুল হুদা ও আইইবি’র ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি) ইঞ্জিনিয়ার মো. নূরুজ্জামান।
সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন, আইইবি’র সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন (শীবলু) পিইঞ্জ.।