ভোলায় নব নির্বাচিত ৩৫ ‍ইউপি চেয়ারম্যানের শপথ

মোকাম্মেল হক মিলন, ভোলা  প্রথম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচনে নির্বাচিত ভোলা জেলার ৭ উপজেলার ৩৫ চেয়ারম্যানের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ভোলা শিল্পকলা একাডেমীর অডিটরিয়ামে ভোলা জেলা প্রশাসক মো: সেলিম উদ্দিন নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

এর আগে নব নির্বাচিত চেয়ারম্যানগনদেরকে প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানসহ বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ ।

শপথ অনুষ্ঠান শেষে চেয়ারম্যানগন ইউনিয়ন পরিষদের তথ্য কেন্দ্রে  বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন।

Print Friendly, PDF & Email

Related Posts