বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকেল ৩ টায় শহীদ প্রকৌশলী ভবন, আইইবি সদর দপ্তরের কাউন্সিল হলে Causes of Lightning & Thunder : safety Issues and Damage Minimization শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বুয়েটের, তড়িৎ ও ইলেকট্র্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার ইয়াসির আরাফাত পিইঞ্জ.।
গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আইইবি’র প্রাক্তন প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।
বিশেষ অতিথি ছিলেন, আইইবি’র ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি) ইঞ্জিনিয়ার মো. নূরুজ্জামান।
সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন, আইইবি’র সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন (শীবলু) পিইঞ্জ.।
সেমিনারে প্রধান অতিথি বলেন, যে কোন দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বে নজীর স্থাপন করেছে। বজ্রপাতে নিরাপত্তা সমস্যা, ঝুঁকি ও ক্ষতি কমানোর উপায় নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি ইতোমধ্যে গ্রহন করেছে। তিনটি ধাপে এসকল কর্মসূচি বাস্তবায়িত হবে। বজ্রপাত জনিত দুর্যোগ প্রশমনে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি প্রকৌশলী সমাজের কাছে সহযোগিতা কামনা করেন।