ভূমি অফিসার্সদের ঢাকা বিভাগীয় সভায় বেতন স্কেলের স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির ঢাকা বিভাগীয় সভায় নিয়োগ পদোন্নতি এবং বেতন স্কেলের স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন ভূমি অফিসার্সগন ৷

শনিবার (২০ নভেম্বর) রাজধানী ঢাকার একটি অভিজাত ক্লাবে সভায় বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে আমাদের নিয়োগ পদোন্নতি এবং বেতন স্কেল স্থগিতাদেশ এর মাধ্যমে বঞ্চিত করা হয়েছে, বক্তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে নিয়োগ পদোন্নতি এবং বেতন স্কেলের স্থগিতাদেশ প্রত্যাহারের দ্রুত দাবি জানান ৷

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির ঢাকা বিভাগীয় সভা উদ্বোধন করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মোতাহার হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি প্রাতিষ্ঠানিক মুক্তিযোদ্ধা কমান্ডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ জামাল উদ্দিন, সংগঠনের কার্যকরী সভাপতি মোঃ আবুল হোসেন, মহাসচিব মোঃ আসাদুজ্জামান, কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ও ঢাকা জেলার সাধারণ সম্পাদক ফারুক খান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের সভাপতি মোঃ নাসির উদ্দিন, অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা বিভাগে মহাসচিব মোঃ আলী হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে নিয়োগ পদোন্নতি এবং বেতন স্কেলের স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানান।

Print Friendly

Related Posts