৩০ খণ্ড ঐতিহ্য রবীন্দ্র-রচনাবলি প্রকাশিত হচ্ছে বুধবার

বিডি মেট্রোনিউজ সৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্য প্রকাশিত সৈয়দ আকরম হোসেন সম্পাদিত ৩০ খণ্ড ঐতিহ্য রবীন্দ্র-রচনাবলি প্রকাশনা অনুষ্ঠান  ২১ বৈশাখ, ৪ মে বুধবার বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। শাহবাগস্থ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এই অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করবেন এমিরেটাস অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী, প্রাক্তন উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, রবীন্দ্রসংগীত শিল্পী অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা ও জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজ-এর সভাপতি আজিজুর রহমান আজিজ।
আরও উপস্থিত থাকবেন ৩০ খণ্ড ঐতিহ্য রবীন্দ্র-রচনাবলির সম্পাদনা সহযোগী  আবুল বাসার ফিরোজ ও অস্ট্রিক আর্যু।
২২৫০০ পৃষ্ঠার অধিক এই রচনাবলি বাংলাদেশের সর্ববৃহৎ প্রকাশনা। রবীন্দ্রনাথের প্রাপ্ত সমগ্র বাংলা রচনা প্রকাশক্রম-অনুসারে এই ত্রিশ খণ্ডে নতুনভাবে বিন্যাস করা হয়েছে। এই প্রথম রবীন্দ্রনাথের সমগ্র চিঠিপত্র ‘ছিন্নপত্র’, ‘ছিন্নপত্রাবলী’, ‘চিঠিপত্র’ (১-১৯ খণ্ড), ‘প্রমথনাথ বিশীকে লিখিত পত্র’, ‘ভানুসিংহের পত্রাবলী’ ও ‘পথে ও পথের প্রান্তে’ অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ ছাড়াও অখণ্ড ‘গীতবিতান’ও ভিন্ন রূপে ও প্রকরণে সন্নিবিষ্ট করা হয়েছে। সাহিত্য-ছবি-গান ও সুরের মিথস্ক্রিয়ার দিকে লক্ষ রেখে রবীন্দ্রনাথ-অঙ্কিত ‘রূপ-বিরূপে’র দুই শতাধিকেরও বেশি রঙিন ছবি ও প্রাসঙ্গিক চার শতাধিক সাদা কালো ছবিও রচনাবলির অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঐতিহ্য প্রকাশিত রচনাবলি  প্রকাশের সঙ্গে যুক্ত হয়েছে গ্রামীণফোন, ঢাকা ব্যাংক লিমিটেড,  পেপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও রকমারিডটকম।
ঐতিহ্য রবীন্দ্র-রচনাবলির মূল্য ধরা হয়েছে ৪০,০০০ টাকা। বিশেষছাড়ে স্বল্পসময়ের জন্য ক্রেতারা ১৯,৯০০ টাকায় এই রচনাবলি ক্রয় করতে পারবেন।
গ্রামীণফোন স্টার গ্রাহকরা রকমারিডটকমের কো-ব্র্যান্ডেড সাইট www.rokomari.com/gpstar এর মাধ্যমে এই রচনাবলি ক্রয়ে অতিরিক্ত ১০% ছাড় উপভোগ করবেন। ঢাকা ব্যাংক লিমিটেডের ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে এই রচনাবলি ক্রয়ে থাকছে ০% ইন্টারেস্টে ৩-৬ মাসের কিস্তিতে পরিশোধের সুবিধা।
তথ্যসূত্র : আরিফুর রহমান নাইম, প্রধান নির্বাহী ও স্বত্বাধিকারী, ঐতিহ্য
Print Friendly, PDF & Email

Related Posts