ক্রিলিকের রিভিউ অ্যান্ড প্লানিং সভা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গ্রিন ক্লাইমেট ফান্ড, জার্মান উন্নয়ন ব্যাংক এবং বাংলাদেশ সরকার-এর আর্থিক সহায়তাপুষ্ট ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্পের আওতায় ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে, যা স্থানীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রণয়ন, ডিজাইন, বাস্তবায়ন ও মূল্যায়নে জলবায়ু পরিবর্তন সহিষ্ণুতাকে মূলধারায় সম্পৃক্ত করতে সহায়তা করবে।

এরই ধারাবাহিকতায় রোববার (২৮ নভেম্বর) দিনব্যাপি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক)-এর রিভিউ অ্যান্ড প্লানিং সভা অনুষ্ঠিত হয়।

সভার উদ্দেশ্য ছিলো প্রকল্পের লগফ্রেম পর্যালোচনার মাধ্যমে মাইলফলকসমূহ, কার্যক্রম এবং বাস্তবায়নের সময়সূচি মূল্যায়ন ও পরবর্তী কর্ম পরিকল্পনার খসড়া প্রস্তুত করা।

সভায় প্রকল্পের পটভূমি, নথিপত্র উপস্থাপন, গ্রুপ ও প্যানেল আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও পরিচালক (ক্রিলিক) এ কে এম লুৎফর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্পের প্রকল্প পরিচালক মো. জসিম উদ্দিন।

ক্রিলিকের পরামর্শক টিম লিডার জোহানেস আলবার্ট মারিয়া ভ্যান ওম্যান ও সিনিয়র ইনিস্টিটিউশনাল স্পেশালিস্ট নেস্টরজাপাতা সভার বিভিন্ন দিক তুলে ধরেন।

সভায় ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্পের উপ-পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান চৌধুরী, সিনিয়র সহকারী প্রকৌশলী নাজরিন জামান, ড. রিপন হোড়, সাদিয়া শারমিন, সাদ্দাম হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আরিফিন মাহমুদ মুন্সি উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন পরামর্শক দলের মিস ক্রিস্টিন বন, মি. ডান বুম, মি. এন্টনিও আরেনাস, গোলাম কিবরিয়া, বান্দা হাফিজ, ড. লৎফর রহমান, ফারুক বিশ্বাস, রউফ আকন্দ, মাহমুদ রিয়াজ, নাজমুল হাকিম, মনোয়ার সোহেল, নাফিস জামান, সৈয়দ মাহবুব আহসান শিমুল, তাজিয়া জাফরিন, মো. শাহজাহান, সাবিহা হযরত প্রমুখ।

Print Friendly

Related Posts