বিশ্বের প্রথম এসএমএস বিক্রি হল দেড় লাখ ডলারে (ভিডিও)

তিন দশক আগে ১৯৯২ সালের তেসরা ডিসেম্বর ‘মেরি ক্রিসমাস’ নামে ক্ষুদ্র এসএমএসটি ভোডা ফোনের পরিচালক রিচার্ড জারভিসকে পাঠিয়েছিলেন একই কোম্পানির প্রকৌশলী নেইল পাপওয়ার্থ। প্যারিসে এক নিলামে তা বিক্রি হল দেড় লাখ ডলারে। আরটি

মেইলটি জারভিস অরবিটাল ৯০১ মোবাইল ফোনে রিসিভ করেছিলেন। এরপর অজস্র মেইল পাঠিয়ে ভোডাফোনের মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষার পর চূড়ান্তভাবে মেইল ব্যবহারের বিষয়টি নিশ্চিত হয়। এরপর মোবাইল যোগাযোগ প্রযুক্তি ইতিহাস তৈরি করে।

কানাডায় প্রযুক্তি খাতে কর্মরত এক ব্যক্তি মেইল কিনে নেন।

মেইলের ক্ষুদে বার্তাটির একটি অ্যানিমেটেড সংস্করণ ডিজিটাল ফ্রেমে যুক্ত করা হয়েছে যা সেলফোনটি এসএমএস পাওয়ার মুহূর্তটি দেখায় – এছাড়া ভোডাফোন গ্রুপের স্বাক্ষরিত একটি প্রশংসাপত্র রয়েছে যাতে কোম্পানির সিইও নিক রিড এর সত্যায়িত স্বাক্ষর রয়েছে।

Print Friendly

Related Posts