বান্দরবানে সর্বকনিষ্ঠ ইউপি চেয়ারম্যান মেহ্লা অং মারমা

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে সর্বকনিষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসাবে জয়লাভ করেছেন মেহ্লা অং মারমা। তিনি রোয়াংছড়ি সদর ইউপিতে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

২৬ বছর বয়সী মেহ্লা অং মারমা রোয়াংছড়ি সদর ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্রে ২৫৭৯ ভোট পেয়ে ৯৫৯ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উমংসিং।

স্থানীয় সূত্রে জানা যায়, মেহ্লা অং মারমা এবারের নির্বাচনে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান প্রার্থী। সে রোয়াংছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।

বিজয়ী চেয়ারম্যান মেহ্লা অং মারমা বলেন, সাধারণ মানুষের ভালোবাসায় আমি নির্বাচিত হয়েছি। শিক্ষা, স্বাস্থ্য, আর্থ
সামাজিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে নিষ্ঠার সঙ্গে সাধারণ মানুষের জন্য জনবান্ধব কাজ করে যাবো।

প্রসঙ্গত, রোয়াংছড়ি সদর ইউনিয়নে মেহ্লা অং মারমার বিপরীতে সাবেক ইউপি চেয়ারম্যান সাহ্লা মং মারমাও চশমা প্রতীকে ভোটে অংশ নেন। ৩ জন প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় নৌকা ও আনারস প্রতীকের।

Print Friendly

Related Posts