এক তরফা নির্বাচন কমিশন আইন করার প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য।
বৃস্পতিবার (২৭ জানুয়ারি) বিকালে গণতান্ত্রিক বাম ঐক্য’র অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী বলেন, ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশ স্বাধীন হয়। ১৯৭২ সসালে সংবিধানে বলা আছে ১১৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন আইন দ্বারা স্বাধীন হবে। আজ শেখ হাসিনার সরকার যে আইন প্রণয়ন করে এই আইন অগতান্ত্রিক এক দলীয় আইন হিসাবে গড়ে উঠল।
হারুন চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার দায় মুক্তি অধ্যাদেশ জারির মহা ওস্তাদ। ১৯৭৫ সালে খন্দকার মোশতাক আহমেদ ১৯৭৩ সালের নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে প্রথম দায়মুক্তি অধ্যাদেশ জারি করে। শেখ হাসিনার সরকার কুইক রেন্টাল বিদ্যুৎ উৎপাদনের জন্য নিমার্ণকারী প্রতিষ্ঠানের মালিকদের দায় মুক্তি দেয়া হয়। বর্তমান শেখ হাসিনার সরকার ২০১৯ সালে গঠিত নির্বাচন কমিশন দায়মুক্তি দিয়ে আইন প্রণয়ন করে।