মাহমুদুল হাসান মিলন: পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস ঘিরে জোড়া উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে ময়মনসিংহে নানা বয়সী মানুষের মধ্যে।
প্রিয়জনকে ভালবাসা জানাতে এখন ফুলের চাহিদা বেশ। তাই নগরীর রামবাবু রোড ফুলের দোকানগুলোতে সকাল থেকেই ভিড় জমাচ্ছেন তরুণ-তরুণীরা।
অন্যদিকে এই বিশেষ উপলক্ষ ঘিরে স্থায়ী দোকানের পাশাপাশি বিভিন্ন সড়কে গড়ে ওঠেছে অসংখ্য ভ্রাম্যমাণ ফুলের দোকান।
ওই সকল দোকানে বাহারী ধরনের ফুল দিয়ে পসরা সাজানো হয়েছে। ক্রেতাদের আকৃষ্ঠ করতে চলছে গান-বাজনা। আর ফুলের দোকানগুলোতে ব্যাপক সংখ্যক ক্রেতাদের সমাগম ঘটছে।
তবে ক্রেতাদের দাবি ফুলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় দাম বাড়িয়ে দিয়েছেন দোকানীরা। যদিও দোকানীরা বলছেন ফুলের সরবরাহ কম থাকায় দাম বৃদ্ধি পেয়েছে।
কয়েকটি ফুলের দোকান ঘুরে দেখা গেছে, প্রতি পিস গোলাপ বিক্রি হচ্ছে ১৫-৫০ টাকার করে। এছাড়া রজনীগন্ধার দাম প্রতি পিস ১৫ টাকা, গ্ল্যাডিওলাস ফুলের প্রতি স্টিক ২৫ টাকা, চন্দ্রমল্লিকা ফুল ১০ টাকা পিস, গাঁদা ফুলের মালা ৪০ টাকা ও মাথায় রাউন্ড বেল্টে সাজানো ফুল ১০০-১২০ টাকা করে বিক্রি হচ্ছে।