দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য দেশের প্রথম শহীদ মিনার

একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতিবছর এই দিনটিতে দেশের সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় ইতিহাসের সেই গৌরবোজ্জ্বল সংগ্রাম ও আত্মত্যাগের কথা স্মরণ করে ।

ইচ্ছা থাকা সত্ত্বেও সেই সুযোগ থেকে বঞ্চিত হয় আমাদের চারপাশের দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা। বিশেষ ব্যবস্থা না থাকায়, অনেক মানুষের মাঝে যাওয়াটা তাদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। দৃষ্টি শক্তির এই সীমাবদ্ধতায় তাদের মনে বিশেষ এই গর্বের দিনটিতে শহীদ মিনারে একবার নিজের মতো করে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর ইচ্ছা থেকেই যায়।

তাদের এই ইচ্ছাটাকেই বাস্তবে রূপ দিতেই ফ্রেশ সিমেন্টের উদ্যোগে হতে যাচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশেষ শহীদ মিনার।

বিভিন্ন স্বনামধন্য আর্কিটেক্টদের পরামর্শ নিয়ে মিরপুরের কল্যাণী ইনক্লুসিভ স্কুলে এই বিশেষ শহীদ মিনারটি নির্মিত হতে যাচ্ছে।

যার দেয়ালে ব্রেইলে খোদাই করা থাকবে ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস ও আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির কিছু অংশ। এই শহীদ মিনারটি দৃষ্টি প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের কথা বিবেচনা করে নির্মাণ করা হচ্ছে। এজন্য স্থানটি তাদের জন্য ঝুঁকিমুক্ত।

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ফ্রেশ সিমেন্টের এই উদ্যোগ এখন বাস্তবায়নের পথে। এবারের ২১শে ফেব্রুয়ারি-তে আপনার আশেপাশে থাকা দৃষ্টি প্রতিবন্ধী আত্মীয় বা বন্ধুদের নিয়ে চলে আসতে পারেন মিরপুরের কল্যাণী ইনক্লুসিভ স্কুলের এই শহীদ মিনারে।

Print Friendly

Related Posts