জোর যার মুলুক তার!

খান মাইনউদ্দিন, বরিশাল বাকেরগঞ্জে চরামদ্দিতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখল করে ঘর উঠালো প্রতিপক্ষরা। এতে উভয় পক্ষের ভিতরে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী।

সূত্রানুযায়ী জানা যায়, বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি (মাসগ্রাম) এলাকায় পৈত্রিক ওয়ারিশ সূত্রে মালিক থেকে ভোগ দখলসহ তফসিল সম্পত্তিতে বাগান, পুকুর সহ ফসলাদী লাগিয়ে আসছে আশ্রাব আলী খান।

প্রতিপক্ষ আইউব আলী খান, আ. জব্বার খান, ছালামত খান, আছালত খান তাদের গাছ, পুকুরের মাছ ও জমির ফসলের উপর লোলুপ দৃষ্টি দেয়। পরে বিভিন্ন সময় দখল করে নেয়ার পায়তারা চালাতে থাকে। এর পরিপ্রেক্ষিতে গত ৯ এপ্রিল অজ্ঞাতনামা ১৫/২০ জন লোক নিয়ে আইউব আলী গং আশ্রাব আলী খানের জমিতে প্রবেশ করে জোরপূর্বক ঘর তোলার উদ্যোগ নেয়। এসময় তার ডাক চিৎকারে আশে-পাশের লোক ছুটে আসলে তারা চলে যায়।

এ ঘটনায় ১২ এপ্রিল বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৪ জনকে অভিযুক্ত করে আশ্রাব আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সে সময় আদালত মামলাটি আমলে নিয়ে বিরোধীয় সম্পত্তিতে শান্তি-শৃংখলা বজায় রাখাসহ তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে নির্দেশ দেন। কিন্তু এ আদেশ উপেক্ষা করে বৃহস্পতিবার আশ্রাব আলী খানের বিরোধীয় জমিতে ৫০/৬০ জন লোক অবৈধ অস্ত্র নিয়ে জোরপূর্বক ঘর উঠায় বিবাদীরা। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে।

Print Friendly, PDF & Email

Related Posts