ইউক্রেনে অভিযান, প্রথম দিনই রাজধানী পর্যন্ত পৌঁছে গেছে রুশ সেনা

ইউক্রেনে অভিযানের প্রথম দিনই একেবারে রাজধানী পর্যন্ত পৌঁছে গেছে রুশ সেনারা।ইউক্রেন-রাশিয়ার শতাধিক সেনা নিহত, ৬ বিমান ও কপ্টার ভূপাতিত করার দাবি ইউক্রেনের।

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা পূর্বাঞ্চলীয় শহর খারকিভের কাছে একটি রাস্তায় চারটি রাশিয়ান ট্যাঙ্ক ধ্বংস করেছে, লুহানস্ক অঞ্চলের একটি শহরের কাছে ৫০ সৈন্যকে হত্যা করেছে। সিএনএন

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ৬টি রাশিয়ান বিমান এবং একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার কথা জানিয়েছেন। রয়টার্স

ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের একজন উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ বলেছেন, ইউক্রেনের বর্ডার গার্ড সার্ভিস জানিয়েছে, রুশ আগ্রাসনের সময় তাদের ৪০ জনেরও বেশি সেনা এবং ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়াও কয়েক ডজন মানুষ আহত হওয়ার কথা জানান তিনি। সিএনএন

রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, রাশিয়ার সামরিক বাহিনী এই দাবি অস্বীকার করেছে। বৃহস্পতিবার সকালে একটি বিবৃতিতে, রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, তারা ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক বিমানবন্দর এবং বিমান বাহিনীকে নিষ্ক্রিয় করতে ‘আধুনিক-নির্ভুল অস্ত্র’ ব্যবহার করছে।

Print Friendly

Related Posts