ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, তার দেশে রুশ হামলার প্রথম দিনে ১৩৭ নাগরিক প্রাণ হারিয়েছেন।সূত্র: আল-জাজিরা, বিবিসি
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করে বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন একা লড়াই করে যাচ্ছে।
ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, আজ আমরা আমাদের ১৩৭ জন নায়কদের, আমাদের নাগরিক, সামরিক ও বেসামরিক ব্যক্তিকে হারিয়েছি।
তিনি জানান, প্রথম দিনের রুশ হামলায় আহত হয়েছেন আরও ৩১৬ জন ইউক্রেনের নাগরিক।
মিত্রদের ব্যাপারে অভিযোগ করে জেলেনস্কি বলেন, ‘আমাদের দেশকে রক্ষার জন্য আমরা একা লড়াই করছি। আমাদের সঙ্গে মিলে কে যুদ্ধ করতে প্রস্তুত? আমি কাউকে দেখি না।’
প্রথম দিনে ইউক্রেনে কমপক্ষে ১২ জন রুশ সেনার মৃত্যুর খবর জানিয়েছে রাশিয়া। হামলার প্রথম দিনটিকে সফল বলে মনে করছে মস্কো।
এদিকে, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, রুশ হামলার পর ইউক্রেনের প্রায় এক লাখ মানুষ বাড়ি ছেড়ে পালিয়েছে।