বইমেলায় মুহাম্মদ ফরিদ হাসানের ‘অন্য শহরের গল্প’

অমর একুশে গ্রন্থমেলায় মুহাম্মদ ফরিদ হাসানের প্রথম গল্পগ্রন্থ ‘অন্য শহরের গল্প’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে পরিবার পাবলিকেশন্স।
বইটি সম্পর্কে মুহাম্মদ ফরিদ হাসান বলেন, গত দশ বছরে ছোটগল্প লিখেছি চল্লিশটির মতো। সেখান থেকে নির্বাচিত ১১টি গল্প নিয়ে এ বই। গল্পগুলো নানা সময়ে মাসিক উত্তরাধিকার, দৈনিক যুগান্তর, কালের কণ্ঠ, ইত্তেফাক, জনকণ্ঠসহ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে।
গল্পগুলো ধারণ করে আছে জীবনবাস্তবতা, যাপনের অভিঘাত, মুক্তিযুদ্ধ, প্রেমসহ নানা বিষয়।
বইটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। ৮০ পৃষ্ঠার মূল্য ২০০ টাকা। বইমেলায় পাওয়া যাবে পরিবার পাবলিকেশন্সের  ৪২২-২৩ নং স্টলে। ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​
Print Friendly, PDF & Email

Related Posts