বিডি মেট্রোনিউজ ॥ গ্রাহকদের জন্য ওয়ালটন পণ্য কেনা আরো সহজ করে দিলো কর্তৃপক্ষ। এখন থেকে পণ্যের গায়ে যে দাম লেখা থাকে, সেই দামেই কেনা যাবে ছয় মাসের সহজ কিস্তিতে। এর সঙ্গে বাড়তি কোন সার্ভিস চার্জ বা টাকা যোগ হবে না। দেশব্যাপী ওয়ালটনের সকল প্লাজায় ৮ মে, রবিবার থেকে কার্যকর হয়েছে এই সুবিধা।
ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, প্রযুক্তি পণ্যের সুবিধা সব শ্রেণীর মানুষের ঘরে পৌঁছে দিতে ওয়ালটন বদ্ধ পরিকর। আর তাই স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে কিস্তিতে ওয়ালটন পণ্য সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। কিন্তুু ক্রেতাসুবিধা বাড়াতে ওয়ালটন কিস্তিসুবিধা আরো বৃদ্ধির ঘোষণা দিলো। এখন থেকে ৬ মাসের মধ্যে মূল্য পরিশোধ করলে ক্রেতাকে বাড়তি কোনো টাকা খরচ করতে হবে না।
ওয়ালটন পণ্য সর্বনিম্ন ৩ মাস থেকে সর্বোচ্চ ৩৬ মাসের কিস্তিতে বিক্রয় হচ্ছে সারা দেশের প্লাজাগুলোয়। দেশজুড়ে সকল শ্রেণীর ক্রেতাদের কাছে ওয়ালটন পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু, প্রবল আগ্রহ থাকা সত্ত্বেও হাতে পর্যাপ্ত নগদ অর্থ না থাকায় অনেকেই প্রযুক্তিপণ্যের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এই শ্রেণীর গ্রাহকদের কথা চিন্তা করে কিস্তিতে ওয়ালটন পণ্য কেনার প্রক্রিয়া এখন আরো সহজ করলো দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। প্রত্যেক ঘরে ঘরে উচ্চমানের প্রযুক্তি পণ্য পৌঁছে দিতে এখন নগদ মূল্যেই ৬ মাসের কিস্তিতে দেয়া হচ্ছে ওয়ালটন পণ্য।
এ ছাড়াও, এইচএমআরপি (হায়্যার পারচেজ) মূল্যে কিস্তিতে পণ্য কেনার মেয়াদও ৬ মাস থেকে বাড়িয়ে ১২ মাস করা হয়েছে। রয়েছে ১৮ ও ৩৬ মাসের কিস্তি সুবিধাও। অর্থাৎ, গ্রাহকরা নাম মাত্র ডাউনপেমেন্ট দিয়ে সর্বোচ্চ ৩ বছরের কিস্তিতে কিনতে পারবেন ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেস।
উল্লেখ্য, মোবাইল সেট বাদে ওয়ালটন ব্র্যান্ডের সকল পণ্যের ক্ষেত্রে এই কিস্তি সুবিধা কার্যকর বলে জানায় কর্তৃপক্ষ। সেই সঙ্গে কিস্তির ক্ষেত্রে ওয়ালটনের নিজস্ব কিছু নীতিমালা রয়েছে।
ওয়ালটন প্লাজা সেলস ও ডেভলপমেন্ট বিভাগের সিনিয়র অতিরিক্ত পরিচালক কামাল হোসেন জানান, এর আগে ৬ মাসের কিস্তিতে ওয়ালটন পণ্য কেনার ক্ষেত্রে গ্রাহকদেরকে নগদ মূল্যের সাথে নাম মাত্র সার্ভিস চার্জ যুক্ত হতো। কিন্তু, এখন ক্রেতারা নগদ মূল্যেই ৬ মাসের কিস্তিতে কিনতে পারবেন ওয়ালটন পণ্য। ওয়ালটন পণ্যের প্রতি গ্রাহকদের আস্থা বৃদ্ধি এবং ব্যাপক চাহিদার প্রেক্ষিতে নতুন নতুন সুবিধা নিয়ে আসছে কর্তৃপক্ষ।
ওয়ালটনের নির্বাহী পরিচালক ও বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা বলেন, ওয়ালটন সব শ্রেণী পেশার মানুষের ঘরে ঘরে উচ্চমান সম্পন্ন প্রযুক্তি পণ্য পৌঁছে দিতে বদ্ধ পরিকর। বিশেষ করে, স্বল্প আয়ের মানুষ যাতে ওয়ালটনের তৈরি বিশ্বামানের ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য পণ্য ব্যবহার করতে পারে সেজন্যই কিস্তি সুবিধা আরো সহজতর করার এই উদ্যোগ। তিনি বলেন, বাংলাদেশে একমাত্র ওয়ালটন গ্রুপই আইএসও স্ট্যান্ডার্ড বিক্রয়োত্তর সেবা দিচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে বিস্তৃত বিক্রয়কেন্দ্র এবং সার্ভিস পয়েন্ট।
উল্লেখ্য, নিয়মিত গবেষণার মাধ্যমে পণ্য ও সেবার মান বৃদ্ধির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ওয়ালটন রেফ্রিজারেটরে যুক্ত হয়েছে বিশ্বের সর্বশেষ প্রযুক্তি ইন্টেলিজেন্ট ইনভার্টার। ইতিপূর্বে সংযোজিত হয়েছে ন্যানো পার্টিকেল। পণ্য সম্ভারে যুক্ত হচ্ছে একের পর এক প্রযুক্তিপণ্য। চমকপ্রদ সব পণ্য বাজারজাত করে হোম ও কিচেন এ্যাপ্লায়েন্সে আনতে যাচ্ছে যুগান্তকারী পরিবর্তন।