বিডি মেট্রোনিউজ॥ পচা ও মেয়াদোত্তীর্ণ খাবার রাখায় রাজধানীতে সুপার শপ আগোরা ও মীনা বাজারের দুটি আউটলেটকে জরিমানা গুণতে হয়েছে। শান্তিনগরের আগোরা সুপারশপকে দুই লাখ জরিমানার পাশাপাশি আউটলেট ব্যবস্থাপককে দুই বছরের কারাদণ্ডও দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
একই এলাকার মীনা বাজার সুপারশপের অফিস ইনচার্জ এবং ফাস্টফুডের দোকান ‘কুপার্স’র ব্যবস্থাপককে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়েছে বলে বুধবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
খাদ্য মন্ত্রণালয়ের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নেতৃত্বে ঢাকার শান্তিনগর এলাকায় এই অভিযান চালান নির্বাহী হাকিম মশিউর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “পচা মাছ, মাংস এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য রাখার দায়ে আগোরার ম্যানেজার মনিরুল ইসলামকে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।”
ফাস্টফুডের অভিজাত দোকান কুপার্সে মেয়াদোত্তীর্ণ পাউরুটি ও অন্য খাবার রাখায় এর ম্যানেজারকে তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মীনা বাজার পচা মাছ, মাংস এবং মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় এর অফিস ইনচার্জকে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অভিযান চলাকালে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামও সেখানে উপস্থিত ছিলেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মন্ত্রী বলেন, “নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন হওয়ার পর এতদিন আমরা দৃশ্যমান কোনো কাজ শুরু করতে পারিনি। আজ থেকে কাজ শুরু হল।”
ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে জানিয়ে মন্ত্রী জানান, পর্যায়ক্রমে সারাদেশে অভিযান পরিচালনা করা হবে।