বাজারে গাছপাকা গোপালভোগ, কেজি ১২০ টাকা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজারে এসেছে গাছ পাকা গোপালভোগ আম। প্রতি কেজি ১২০ টাকা করে বিক্রি করছেন বাজারের ফল বিক্রেতা।

শুক্রবার (২০ মে) সকালে শিবগঞ্জ বাজারে নুরুল ইসলামের ফলের দোকানে এ পাকা আমের দেখা মেলে।

নুরুল জানান, সকালে শিবগঞ্জের কালুপুরের একটি বাগানে আমগুলো পারা হয়েছে। ওই বাগানের মালিক হাফিজুর বাজারে আমগুলো পাইকারি ১০০ টাকা কেজিতে বিক্রি করলো। এখন আমরা বিক্রি করছি ১২০ টাকা কেজি দরে।

তিনি আরও বলেন, এ বাজারে জেলার প্রথম পাকা আম বাজারে নেমেছে। এখন প্রায় সব গুটি জাতের আম গাছগুলোতে পাকা আম দেখা দিয়েছে। এ মাসের শেষের দিক থেকে বাজারে পাকা আম নেমে যাবে।

গতরাতে শিবগঞ্জ উপজেলায় ঝড়ের সঙ্গে বৃষ্টিপাতও হয়েছে। আগের আকার-আকৃতি বড় আর বোটা শক্ত হওয়ায় ঝড়ে তেমন আম পড়েনি। তবে শিবগঞ্জ বাজারে আশ্বিনা, ফজলি, গুটি, লক্ষণভোগ আম বিক্রি করতে দেখা গেছে।

আব্দুস সামাদ নামের এক আম বিক্রেতা জানান, শিবগঞ্জে বৃষ্টি বেশি হয়েছে, তেমন ঝড় হয়নি। কিছু আম পড়েছে। সেগুলো বাজারে বিক্রি করছি। আশ্বিনা ৩৫, ফজলি ৪০ টাকা, আর গুটি জাতের আমগুলো ২০-২৫ টাকা কেজি দরে বিক্রি করছি।

এ মৌসুমে শিবগঞ্জ উপজেলায় ৫৫০ হেক্টর জমিতে ৪১ হাজার ২৫০টি গোপালভোগ আমগাছ রয়েছে।

Print Friendly, PDF & Email

Related Posts