২২ আরোহী নিয়ে নেপালে বিমান নিখোঁজ

নেপালের পার্বত্য এলাকায় ২২ জন আরোহীসহ একটি যাত্রীবাহী বিমান রোববার (২৯ মে) নিখোঁজ হয়েছে। বিমান সংস্থার উদ্বৃতি দিয়ে সংবাদ সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তারা এয়ারের মুখপাত্র সুদর্শন বারতাউলার উদ্বৃতি দিয়ে এএফপি জানায়, ‘পোখরা থেকে জোমসোমগামী অভ্যন্তরীণ ফ্লাইটের একটি বিমান রোববার যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বিমানে ১৯ যাত্রী এবং ৩ জন ক্রু ছিলেন।

সংবাদ সংস্থা এএনআই জানায়, সকাল ৯টা ৫৫ মিনিটে রওনা দেয় বিমানটি। উড্ডয়নের পর কিছুক্ষণের মধ্যে বিমানটি রাডারের বাইরে চলে যায়। তাকে খুঁজে করতে একটি সেনা হেলিকপ্টার পাঠানো হয়েছে। বিমানটি ভেঙে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ২২ আরোহীর মধ্যে ৭ ভারতীয় ও জাপানি ছাড়াও ছিলেন ৩ বিমানকর্মী এবং স্থানীয় যাত্রী।

জোমসোমের এক বিমান চলাচল নিয়ন্ত্রককে উদ্ধৃত করে স্থানীয় একটি সাংবাদমাধ্যম  জানিয়েছে, তারা জোমসোমের ঘাসার কাছে বিকট শব্দ শুনতে পেয়েছেন। এ থেকেই তাদের আশঙ্কা, বিমানটি বিধ্বস্ত হয়েছে।

Print Friendly

Related Posts